রহমত নিউজ 29 April, 2025 02:37 PM
গত ডিসেম্বরে ইজতেমার ময়দানে রাতের আঁধারে মুসল্লিদের উপর হামলা চালায় দিল্লীর সাদপন্থীরা। তাদেরই দায়ের করা মামলায় কারাগারে গেলেন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মাসউদুল করীম কাসেমীসহ বেশ কয়েকজন আলেম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) গাজীপুরের আদালতে তিনিসহ অন্যরা আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের গাজীপুর জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ।
টঙ্গীর প্রভাবশালী আলেম মাওলানা মাসউদুল করীম হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার আহ্বায়ক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও গাজীপুর জেলা সভাপতি।
গত ডিসেম্বরে জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদপন্থীদের সঙ্গে শূরাপন্থীদের বিরোধ দেখা দেয়। এসময় গভীর রাতে সাদপন্থীরা ইজতেমা মাঠ দখল করতে এসে চার মুসুল্লিকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় সাদপন্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বেশ কয়েকজন নেতা কারাভোগও করেছেন। সেই ঘটনায় সাদপন্থীদের পক্ষ থেকেও মামলা করা হয়। মাওলানা মাসউদুল করীমসহ টঙ্গী-গাজীপুরের অনেক আলেমকে সেই মামলায় আসামি করা হয়।